ভোটপ্রচারে মোদী এখন শুধুই নিজের কথা বলেন, কটাক্ষ রাহুলের
![ভোটপ্রচারে মোদী এখন শুধুই নিজের কথা বলেন, কটাক্ষ রাহুলের Modi talking only about himself on campaign trail: Rahul ভোটপ্রচারে মোদী এখন শুধুই নিজের কথা বলেন, কটাক্ষ রাহুলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/28154242/Rahul62.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ডাকোর (গুজরাত): বিজেপি সম্পর্কে ভুল শব্দ প্রয়োগ করবেন না। মিষ্টি কথা বলে ওদের তাড়ান। কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাহুল গাঁধীর।
গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে প্রচারে রবিবার ফের একবার দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি। তাঁর দাবি, বর্তমানে বিজেপির কাছে কোনও ইস্যুই নেই কথা বলার জন্য।
রাহুল জানান, তিনি গতকালের মোদীর ভাষণ শুনেছেন। তাঁর দাবি, মোদীজি ৯০ শতাংশ সময় নিজের সম্বন্ধে বলে গিয়েছেন। কংগ্রেস সহ-সভাপতি বলেন, এই নির্বাচন মোদী বা আমার নয়। এটা গুজরাতবাসীর ভবিষ্যতের বিষয়।
রাহুলের অভিযোগ, আগে দুর্নীতির বিরুদ্ধে অনেক কিছুই বলতেন মোদী। কিন্তু এখন কিছুই বলেন না। তিনি বলেন, এখন নোট বাতিল ও জিএসটি নিয়ে কোনও উচ্চবাচ্য করেন না মোদীজি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)