নোট বাতিল দুঃখজনক ঘটনা, মানুষের ক্ষোভকে সাম্প্রদায়িক বিদ্বেষে রূপান্তরিত করেছেন মোদী: রাহুল
নয়াদিল্লি: নোটবাতিল একটি দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাহীন কাজের জন্য যে সমস্ত সৎ দেশবাসীর জীবন ও জীবিকা শেষ হয়ে গেছে। মানুষের চোখ জল যে কতটা ভয়ানক হতে পারে, তা আপনি দেখেননি। নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদী সরকারকে তোপ রাহুল গাঁধীর।
একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে রাহুল বলেছেন, মোদীর সংস্কার ভারতের আর্থিক পরিস্থিতিকে বেহাল করে তুলেছে। নোট বাতিলের দেশের মোট অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি)-র ২ শতাংশ কমে গিয়েছে। লক্ষ লক্ষ শ্রমিকের রুটিরুজি বরবাদ হয়ে গিয়েছে।
রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি মোকাবিলাই তাঁর পদক্ষেপের উদ্দেশ্য বলে দাবি করেছিলেন। কিন্তু গত বারো মাসে তিনি দেশের একদা ক্রমবর্দ্ধমান অর্থনীতির প্রতি বিশ্বাসটাই সরিয়ে দিয়েছেন।
কংগ্রেস সহ সভপতির অভিযোগ, নোট বাতিল দেশের অসংগঠিত শ্রম ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে। বহু ছোট ও মাঝারি ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে।
নিবন্ধে রাহুলের মন্তব্য, ‘কর্মহীনতা ও অর্থনৈতিক সুযোগের অভাবের জেরে তৈরি হওয়া অসন্তোষকে সাম্প্রদায়িক বিদ্বেষে রূপান্তরিত করে মোদী দেশের ক্ষতি করেছেন। মোদী একটা অগভীর বিদ্বেষভরা রাজনৈতিক ভাষ্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছেন। ক্ষোভই হয়ত মোদীকে ক্ষমতায় এনেছে। কিন্তু ঘৃণার রাজনীতিতে কখনওই কর্মসংস্থান হবে না বা দেশের প্রতিষ্ঠানগুলি চাঙ্গা হবে না’।
রাহুল তাঁর ট্যুইট বার্তায় বলেছেন, নোটবাতিল একটি দুঃখজনক ঘটনা।লক্ষ লক্ষ সত্ ভারতবাসীর পাশে আমরা রয়েছি। তাঁদের একবিন্দু চোখের জলও সরকারের পক্ষে বিপজ্জনক।