এক্সপ্লোর
অধিবেশন শেষে সৌজন্য, রাজ্যসভায় বিরোধী বেঞ্চে গিয়ে মনমোহনের সঙ্গে করমর্দন মোদীর

ফাইল ছবি
নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের শেষে রাজ্যসভায় সৌজন্যের ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে করমর্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবী ঘোষণা ও বন্দেমাতরম গাওয়ার পর মোদী বিরোধী বেঞ্চের দিকে এগিয়ে যান। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ কয়েকজন সদস্যর সঙ্গে করমর্দন করেন। গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় দুইজনই জড়িয়ে পড়েছিলেন তিক্ত বাকযুদ্ধে। ভোটের প্রচারে প্রাক্তনের বিরুদ্ধে গুজরাত নির্বাচন প্রভাবিত করতে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ করেন মোদী। পাল্টা মনমোহন বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করে বিপজ্জনক নজির তৈরি করছেন মোদী। এ ধরনের মন্তব্যের জন্য মোদীর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন মনমোহন। সংসদের অধিবেশনের শুরু থেকেই ভোটের প্রচারে মন্তব্য ঘিরে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন কংগ্রেস সহ বিরোধীরা। বিজেপিও সাফ জানিয়ে দেয়, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। এই ইস্যুতে সংসদের উভয় কক্ষের কার্যকলাপই বেশ কয়েকদিন ব্যাহত হয়। শেষপর্যন্ত 'মধুরেণ সমাপয়েত্''। রাজ্যসভায় বিরোধী বেঞ্চে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে মনমোহনের সঙ্গে করমর্দন করেন মোদী। প্রাক্তনের সঙ্গে কথাও বলেন বর্তমান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















