এক্সপ্লোর
Advertisement
মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীকে 'নোংরা শহর' বললেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপিকে কটাক্ষ সপা-র
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীকে নোংরা শহর বললেন কেন্দ্রীয় পর্যটন রাষ্ট্রমন্ত্রী কে জে আলফোন্স। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, বারাণসীর দশাস্বমেধ ঘাটে গঙ্গা আরতি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, বারাণসীর প্রচুর পর্যটক টানার ক্ষমতা, সম্ভাবনা আছে। কিন্তু শহরটা অপরিচ্ছন্ন, নোংরা হয়ে পড়ায় গত কয়েক বছরে পর্যটক সংখ্যা হ্রাস পেয়েছে। বারাণসী অপরিচ্ছন্ন। তাকে সাফ করতে হবে। পাশাপাশি তিনি এও বলেছেন বলে শোনা যাচ্ছে যে, ধর্মীয় অনুষ্ঠান, রীতি-আচার পালন করতে গিয়ে ভক্তরা গঙ্গায় দুধ, ফুল ফেলছে বলে তাতে দূষণ ছড়াচ্ছে। বারাণসীর রাস্তা সরু, অপ্রশস্ত, ভিড়েঠাসা বলে যানজট হচ্ছে, যা চিন্তার ব্যাপার বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী।
#Varanasi: The roads here are congested which results in traffic jams & is a cause of concern. The city is dirty, we need to clean it. For cleaning Ganga we have installed 3 sewage plants- Union Minister KJ Alphons on Varanasi pic.twitter.com/SaKjNdCYEh
— ANI UP (@ANINewsUP) June 5, 2018
খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র সম্পর্কে তাঁর এহেন মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বারাণসীকে জাপানের সবচেয়ে সুন্দর শহরগুলির অন্যতম কিওটোর মতো করে সাজিয়েগুছিয়ে তোলার কথা বলেছিলেন। ফলে বারাণসী সম্পর্কে আলফোন্সের মন্তব্য প্রধানমন্ত্রীর পক্ষে অস্বস্তিকর হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
আলফোন্সের মন্তব্যকে অস্ত্র করে বিজেপিকে কটাক্ষ করে সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিংহের অভিযোগ, না কেন্দ্র, না যোগী আদিত্যনাথ সরকার, কেউই প্রধানমন্ত্রীর কেন্দ্রে কোনও উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রীও এটা জানেন। এবার বিজেপির এক মন্ত্রীই বারাণসীর হাল নিয়ে প্রশ্ন তুললেন।
পাল্টা বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠির দাবি, মন্ত্রী দক্ষিণ ভারতের লোক। সেখানকার শহরগুলি অনেক বেশি সুন্দর। কিন্ত মোদী বারাণসীতে জেতার পর থেকে শহরের অনেক উন্নতি হয়েছে। শহরবাসীও এটা মানেন।
প্রসঙ্গত, গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ২০১৬-র পিএম ২.৫ মাপকাঠির বিচারে বিশ্বের যে সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকা প্রকাশ করে, সেখানে ভারতের ১৪টি শহরের মধ্যে দিল্লি, বারাণসীও ছিল।২০১৭-র স্বচ্ছতার মাপকাঠিতে ভারতে ৩২-তম সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয় বারাণসী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement