এক্সপ্লোর
Advertisement
আলাদা গো দপ্তর চাই, মধ্যপ্রদেশ সরকারকে প্রস্তাব গো সুরক্ষা বোর্ড চেয়ারম্যানের
ভোপাল: মধ্যপ্রদেশ গো সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়ে রাজ্যে আলাদা গো দপ্তর গঠনের দাবি জানালেন স্বামী অখিলেশ্বরানন্দ গিরি। বোর্ড রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে, ওই দপ্তর মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইনে বরাদ্দ অর্থের একটি অংশ পেতে পারে।
গিরি আগে ছিলেন রাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে তাঁর পদোন্নতি হয়েছে। এখন তিনি ক্যাবিনেট মন্ত্রী। গিরি বলেছেন, আনন্দ মন্ত্রালয় অর্থাত সুখ মন্ত্রক তৈরি হতে পারলে কেন গোমন্ত্রক নয়? মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে বাড়িতে গরু পোষেন। গো সম্বর্ধন বোর্ড একটি প্রস্তাব বানিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়েছে। বর্তমান গরু সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল করে পশুপালন দপ্তর। আমরা শুধু গরুর জন্যই একটি পৃথক দপ্তর চাই। গরুকে পশুপ্রাণীর তালিকার বাইরে রাখতে হবে।
তাঁর বক্তব্য, বোর্ডকে বছরে ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু তার কোনও ক্ষমতা নেই। তাই একটি পৃথক দপ্তর চাই। ওই দপ্তর গরু সংক্রান্ত শিল্পের প্রচার করতে পারে, গ্রামের ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা ও গো প্রজননের ব্যাপারে গবেষণাও করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement