এক্সপ্লোর
ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ ফেব্রুয়ারি বাবা-মাকে উৎসর্গ করো, ছাত্রদের নির্দেশ জেলা প্রশাসনের

চিন্দওয়াড়া: ১৪ ফেব্রুয়ারি বাবা-মাকে শ্রদ্ধা জানাতে হবে। এই মর্মে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে নির্দেশিকা পাঠাল মধ্যপ্রদেশের চিন্দওয়াড়া জেলা প্রশাসন। কালেক্টর জে কে জৈন বলেছেন, ‘শিশু ও তরুণদের মনে যাতে বাবা-মার প্রতি শ্রদ্ধা জাগে, সেই লক্ষ্যেই ১৪ ফেব্রুয়ারি মাত্র-পিত্র পূজ্য দিবস হিসেবে পালন করতে হবে।’ তরুণ প্রজন্মকে ‘পশ্চিমী সংস্কৃতি’ থেকে দূরে রাখার লক্ষ্যেই ভ্যালেন্টাইনস ডে-র দিন বাবা-মাকে উৎসর্গ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালেক্টর। তাঁর আশা, মহাসমারোহে এই দিনটি পালন করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















