এক্সপ্লোর
মহিলাদের প্রতি বৈষম্য ভারতের চেয়ে বেশি আমেরিকায়, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
অমরাবতী: ভারতে মেয়েদের ওপর নিগ্রহ চালানো হয় বলে ভুল ছবি দেখানো হচ্ছে। ভারত সম্পর্কে এতে খারাপ ধারনা ছড়াচ্ছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াই এস চৌধুরি। এখানে অনুষ্ঠিত প্রথম জাতীয় মহিলা পার্লামেন্টে তিনি বলেছেন, আমাদের দেশকে এমন ভাবে দেখানো হচ্ছে যে, এখানে নারী নিগ্রহ হয়। কিন্তু এটা পুরোপুরি ঠিক বলে আমার মনে হয় না। হিংসা, নিগ্রহ সর্বত্র আছে। আমেরিকায় মেয়েদের প্রতি বৈষম্য অর্থাত লিঙ্গবৈষম্য ভারতের চেয়ে অনেক বেশি।
মহিলারা ভারতে সবসময়ই বিরাট সম্মান পান, এ দেশে শিক্ষায়, কর্মসংস্থানে মেয়েদের জন্য দরজা উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
তিনি মনে করেন, মহিলাদের পিছিয়ে পড়ার মূল কারণ 'দৃষ্টিভঙ্গি', 'মানসিকতা'। মহিলা, পুরুষের মধ্যে 'পারস্পরিক নির্ভরশীলতা' থাকা প্রয়োজন, এটা মানুষকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী ক্ষোভের সুরে বলেন, এ দেশে মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়া হচ্ছে বটে, কিন্তু পরিবারে মা-ই চাইছেন, প্রথমে তাঁর ছেলে জীবনে সফল হোক। অর্থাত্ মহিলারাই দ্বিচারিতা করছেন!
তিনদিনের এই মহিলা পার্লামেন্টের আয়োজন করেছে অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement