এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে চলন্ত ক্যাবে ধর্ষণ যুবতীকে, অভিযুক্ত চালক সহ এক যাত্রী
মুম্বই: মুম্বইয়ে চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার ৩২ বছরের এক যুবতী। ধর্ষণে অভিযুক্ত অনলাইন ক্যাবের চালক ও অপর এক সহযাত্রী। যুবতীর অভিযোগের ভিত্তিতে ওলা ক্যাবের চালক সহ এক যাত্রীকে গ্রেফতার করেছে কাশীমীরা থানার পুলিশ। ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ, সে ক্যাব চালককে ধর্ষণে সাহায্য করেছে। এছাড়া ওই সহযাত্রী, মহিলার সমস্ত জিনিষপত্র ছিনতাইও করে নিয়েছে বলে অভিযোগ যুবতীর।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা থানের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় ওই যুবতী মীরা রোডের আনন্দ নগর থেকে বাস ধরেননি। তার বদলে তিনি অনলাইন ক্যাব করে থানে যাওয়ার চেষ্টা করেন। সেই জন্যে ওলা ক্যাবটিকে রাস্তায় দেখে থামান ওই মহিলা। সেসময় ক্যাবের মধ্যে অপর যাত্রী উপস্থিত ছিল বলে জানিয়েছেন ওই মহিলা। ক্যাব চালক মহিলাকে জানান, সে থানের দিকেই যাচ্ছে, তাঁকে নামিয়ে দেবে। তারপরই গাড়িতে উঠে বসেন নির্যাতিতা। কিন্তু তারপর থানের বদলে ক্যাব চালক ভাসাইয়ের দিকে চলে যায়। এরপর গাড়িতে থাকা অপর যাত্রী চার ঘণ্টা ধরে গাড়িটি মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় দিয়ে ঘোরায়। সেইসময় অভিযুক্ত চালক মেয়েটিকে ধর্ষণ করে।
এরপর চালক ও ওই সহযাত্রী মিলে যুবতীকে ব্রজেশ্বরীর এক লজে নিয়ে যায়। সেখানেও চলে নির্যাতন। তবে মহিলা লজের ম্যানেজারকে সজাগ করে দিলে, তিনিই পুলিশে খবর দেন। যদিও পুলিশ আসার আগে দুই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা রুজু করে পুলিশ। শুক্রবার রাতে ভায়ান্ডার থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারমধ্যে একজন হল পাণ্ডুরং গোসাভি, বয়স ৩২, পেশায় ক্যাব চালক। অপর অভিযুক্তের নাম উমেশ যশবন্ত জ্বালা, বয়স ৩১। ধৃত দুজনকে শনিবার আদালতে পেশ করা হয়। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement