এক্সপ্লোর
মুম্বইয়ের ঘাটকোপারে বাড়ির ওপর ভেঙে পড়ল চার্টার্ড বিমান, মৃত ৫

মুম্বই: মুম্বইয়ে বাড়ির ওপর ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান। পাইলট সহ এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘাটকোপারে হয়েছে এই দুর্ঘটনা। বেলা দেড়টা নাগাদ বিমানটি প্রথমে স্থানীয় সর্বোদয় হাসপাতালের পাশে জিভাদিয়া লেনে আছড়ে পড়ে, তারপর ধাক্কা দেয় জাগৃতি বিল্ডিং নামে নির্মীয়মাণ একটি বহুতলে। সঙ্গে সঙ্গে বহুতলে আগুন ধরে যায়। বিমানটিতে চারজন পাইলট ও তিনজন টেকনিশিয়ান ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন প্রাণ হারিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন ১ জন পথচারীও। [embed]https://twitter.com/ANI/status/1012250925812068352?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmumbai-charted-plan-crashed-in-ghatkopar-breaking-news-899276[/embed] [embed]https://twitter.com/ANI/status/1012249356475432960?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmumbai-charted-plan-crashed-in-ghatkopar-breaking-news-899276[/embed] ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল এখনও পরিষ্কার নয়। তবে দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শোনা গিয়েছে। দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। বহুতলটি নির্মীয়মাণ থাকায় অনেকের প্রাণ বাঁচানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে লোকালয়ের ভেতরে এমন কাণ্ড ঘটায় আরও প্রাণহানির আশঙ্কা এড়ানো যাচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















