এক্সপ্লোর
Advertisement
৫০০ -র নোট নিতে নারাজ চিকিৎসক, মুম্বইয়ে মৃত্যু সদ্যোজাতর
মুম্বই: ৫০০ টাকার নোট নিতে রাজি হয়নি হাসপাতাল, চিকিৎসা না পেয়ে মৃত্যু সদ্যোজাতর। মুম্বইয়ের গোভান্ডির ঘটনা।
হাসপাতালগুলিকে ৫০০, ১০০০ টাকার নোট নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই নির্দেশিকা না মানারও অভিযোগ আসছে। এরকমই ঘটনা ঘটেছে গোভান্ডির জীবন জ্যোতি হাসপাতাল এবং নার্সিং হোমে। ৫০০ টাকার নোটে চিকিৎসা করাতে না পারায় মৃত্যু হল সদ্যোজাতর।
জানা গিয়েছে, শিশুটির বাবা জগদীশ শর্মা পেশায় কাঠমিস্ত্রী। তাঁর স্ত্রী কিরণ ৯ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন। হঠাতই প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় বাড়িতেই শিশুর জন্ম দেন তিনি। এরপর মা ও নবজাতককে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নির্দ্দিষ্ট সময়ের আগেই জন্ম হওয়ায় শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল না। কিন্তু টাকা জমা দেওয়ার সময় হাসপাতাল তাঁর থেকে ৫০০ টাকা নিতে রাজি হয় না। প্রধানমন্ত্রীর নোট বাতিল ঘোষণার জেরে ভীষণই দুর্দশার মধ্যে পড়েন তিনি। এত অল্প সময়ে তাঁর পক্ষে সম্ভব ছিল না নোট বদলানো। চিকিৎসার অভাবে মৃত্যু হয় ছেলের। থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিলে চিঠিও পাঠিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
শর্মা জানিয়েছেন, তাঁর স্ত্রী যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন, তাঁর কাছে অনুরোধ করেন তিনি, কিন্তু কোনও কাজ হয় না। হাসপাতালে ভর্তি নেওয়া হয় না তাঁকে। চিকিৎসক জানান, বাতিল ৫০০ টাকার নোটে চিকিৎসা হবে না। ছেলের ওরকম শারীরিক অবস্থা দেখেও ফিরিয়ে দেন তিনি। এরপর স্ত্রী ও সদ্যোজাতকে নিয়ে অন্য হাসপাতালে পৌঁছন স্বামী। ততক্ষণে মৃত্যু হয়েছে সদ্যোজাতের।
৫০০ টাকা দিতে না পারার জন্য সদ্যোজাতর পরিবারকে ফিরিয়ে দেওয়ার কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন ওই চিকিৎসক। তিনি আরও বলেন, শিশুটির যে ধরনের চিকিৎসার প্রয়োজন ছিল, সেই পরিষেবা ওই হাসপাতালে ছিল না। তাই তিনি বাচ্চাটিকে অন্য হাসপাতালে ভর্তি করার কথা বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement