এক্সপ্লোর
মুম্বইয়ের আন্ধেরি স্টেশনে রেললাইনের ওপর ওভারব্রিজ ভেঙে দুর্ঘটনা!

মুম্বই: আন্ধেরি স্টেশনে রেললাইনের ওপর ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটেছে ভিলেপার্লের দিকে যে রেললাইনটি গিয়েছে, সেই অংশে।
সূত্রের খবর, উদ্ধারকাজ চালানোর জন্যে ঘটনাস্থলে গিয়েছে চারটি অগ্নি নির্বাপন গাড়ি। এছাড়া, ভিরার লোকাল সার্ভিস এবং পশ্চিম লোকাল লাইনের সমস্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটার সময় দুর্ঘটনাটি ঘটেছে। মুম্বইয়ের দমকল বাহিনী সূত্রে খবর, ওভারব্রিজটি গোখেল সেতুর একাংশ, যে আন্ধেরি পূর্বের সঙ্গে আন্ধেরি পশ্চিমের সংযোগস্থাপন করেছে। আপাতত ওই ধংসস্তূপের নীচে কেউ চাপা পড়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেতু ভেঙে পড়ায় ওভারহেড তারে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনায় গুরুতর জখম ৫।Part of Gokhale Bridge, connecting Andheri East to West has collapsed affecting the overhead wires too.Trains on the western line are affected.BMC,Fire Brigade as well as RPF Staff & Officers are deputed on spot for support.Traffic above & below the bridge is stopped for now pic.twitter.com/LMcKmwyDCh
— Mumbai Police (@MumbaiPolice) July 3, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















