এক্সপ্লোর
Advertisement
প্রতিমা বিসর্জন ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদে মুঙ্গেরে ভোট বয়কটের ডাক
সোমবার রাতে প্রতিমা বিসর্জন নিয়ে হিংসারর ঘটনার পর বিহারের মুঙ্গেরে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে। প্রশাসনের কার্যকলাপে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ আজ ভোট বয়কটের কথা বলছেন।
মুঙ্গের: সোমবার রাতে প্রতিমা বিসর্জন নিয়ে হিংসারর ঘটনার পর বিহারের মুঙ্গেরে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে। প্রশাসনের কার্যকলাপে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ আজ ভোট বয়কটের কথা বলছেন। বিহারে আজ বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে। সোমবারের ঘটনার প্রতিবাদে মুঙ্গের চেম্বার অফ কমার্স অনির্দিষ্টকালের জন্য বনধের ডাক দিয়েছে। তাদের দাবি, দোষী পুলিশ কর্মী ও অন্যান্য আধিকারিকদের বরখাস্ত করতে হবে। সোমবারের ঘটনায় ৭০ থেকে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে শহরে বনধের ডাক দেওয়া হয়েছে।
এই ঘটনায় এক নাবালকের জখম হওয়ার ঘটনায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন মুঙ্গেরের এসপি-কে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কংগ্রেস বিহুপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও মুঙ্গেরের এসপি-র বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়েরের দাবি জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement