এক্সপ্লোর
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে দরগায় প্রার্থনা মুসলিম সংগঠনের

লখনউ: রাম মন্দির যাতে অযোধ্যায় নির্বিঘ্নে নির্মাণ করা যায়, সেজন্যে একটি মুসলিম সংগঠনের সদস্যরা আজ বারাবাঁকি জেলার দেওয়া শরিফ দরগায় প্রার্থনা করলেন। প্রার্থনা সভায় তাঁরা অনুরোধ রেখেছেন, যাতে দৈব প্রভাবে রাম মন্দির নির্মাণ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়। পনেরো সদস্য বিশিষ্ট মুসলিম সংগঠনটির নাম শ্রী রাম মন্দির নির্মাণ মুসলিম করসেবক মঞ্চ। শুধু মন্দির নির্মাণের জন্যে প্রার্থনা নয়, সংগঠনটির পরিকল্পনা রয়েছে, রাম জন্মভূমিতে মন্দির তৈরি হলে হাজার জন গরিব মানুষের জন্যে প্রতিদিন ভাণ্ডারার আয়োজন করারও। এছাড়া মন্দিরে সোনা ও রুপোর তৈরি চাদর দেওয়ারও পরিকল্পনা রয়েছে সংগঠনের সদস্যদের। বারাবাঁকি জেলার যে দরগায় আজ প্রার্থনা সভাটি উদযাপন করা হয়, সেটা লখনউ থেকে ৪৫ কিমি দূরত্বে অবস্থিত। সুফি সাধক হাজি ওয়ারিস আলি শাহর জন্যে বিখ্যাত এই দরগা। প্রসঙ্গত, সূত্রের তরফে দাবি করা হয়েছে, গুরু পূর্ণিমার দিন থেকে রাম মন্দির নির্মাণ যাতে শীঘ্রই শুরু করা যায়, সেইজন্যে সীতাপুরে নারদানন্দ আশ্রমে একটি জমায়েত করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















