এক্সপ্লোর
Advertisement
''আপনি অনুতপ্ত নন''! সলমনকে ৮ জুলাই তলব জাতীয় মহিলা কমিশনের
নয়াদিল্লি : ধর্ষণ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেতা সলমন খানকে নোটিশ পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। নোটিশের যে জবাব সলমন দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় কমিশন। এজন্য বলিউড অভিনেতাকে আগামী ৮ জুলাই সশরীরে হাজিরা দিতে তলব করল কমিশন। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে কমিশন বলেছে, সলমন হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে তারা।
জাতীয় মহিলা কমিশন আজ সলমনকে পাঠানো নোটিশে বলেছে, "আপনার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে আপনি ইচ্ছুক নন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অসংবেদনশীল মন্তব্য করার পরও যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে, আপনি আদৌ অনুতপ্ত নন। তাই আপনার জবাব সন্তোষজনক নয়। সে কারণে আপনাকে আগামী ৮ জুলাই সশরীরে হাজিরা দিতে বলা হচ্ছে''।
উল্লেখ্য, তাঁর আগামী সিনেমা ''সুলতান''-এর শ্যুটিংয়ের কঠোর পরিশ্রম নিয়ে বলতে গিয়ে এক সাক্ষাত্কারে সলমন বলেন, নিজেকে ''ধর্ষিতা মহিলা''র মতো মনে হত। তাঁর এই মন্তব্য নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। সলমনের বাবা সেলিম খান ছেলের পক্ষে ক্ষমা চেয়েছেন। কিন্তু সলমন ক্ষমাপ্রার্থনা করেননি।
এই মন্তব্যের জন্য মহারাষ্ট্রের মহিলা কমিশনও সলমনকে গতকাল হাজিরা দিতে বলেছিল। কিন্তু সলমন হাজিরা দেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement