এক্সপ্লোর
ফের দুর্ঘটনা! মুম্বই ডকে উল্টে গেল নৌসেনার জাহাজ ‘আইএনএস বেটওয়া’
মুম্বই ও নয়াদিল্লি: ডক থেকে ছাড়ার সময়ে উল্টে গেল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ‘আইএনএস বেটওয়া’।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র শ্রেণির এই গাইডেড মিসাইল ফ্রিগেটটির সংস্কারের কাজ চলছিল মুম্বইয়ের মাজগাঁও ডকে। এদিন ডক থেকে জলে ভাসার সময় উল্টে গেলে জাহাজের মাস্তুল ডকের মাটিতে ধাক্কা খায়।
নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানান, প্রাথমিক অনুমান ডকের ব্লক মেকানিজমে ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে, জাহাজের কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন নৌসেনার শীর্ষ আধিকারিকরা।
নৌসেনা সূত্রে খবর, প্রায় ৩৮৫০ টনের এই এই রণতরীটি দৈর্ঘ্যে ১২৬ মিটার, প্রস্থ ১৫ মিটার। ২০০৪ সালে জাহাজটিকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। এর গতি সর্বোচ্চ ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল। এর ডেক থেকে উড়তে পারে সি-কিং এবং চেতক হেলিকপ্টার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement