সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা বাতিল করা হবে না: সুপ্রিমকোর্ট
নয়াদিল্লি: একাধিক ভিন্ন প্রশ্নপত্রের অভিযোগ থাকলেও চলতি বছর সম্পন্ন হওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে (এনইইটি ২০১৭) বাতিল করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, এমন সিদ্ধান্ত নিলে, ৬ লক্ষাধিক উত্তীর্ণ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হবে।
শুক্রবার, পরীক্ষা বাতিল করার আর্জি খারিজ করে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের মতে, পরীক্ষার ফলাফল বেরিয়ে গিয়েছে। কাউন্সেলিং পর্ব চলছে। এই পরিস্থিতিতে গোটা পরীক্ষা বাতিল করা হলে ৬.১১ লক্ষ পড়ুয়া, যারা উত্তীর্ণ হয়েছে, তারা দিকভ্রান্ত হয়ে পড়বে।
বেঞ্চ জানায়, আমরা এধরনের নির্দেশ দিতে পারব না। ভর্তি প্রক্রিয়া যেমন চলছিল, তেমনই চলবে। বিচারপতিরা যোগ করেন, যে কোনও পরিস্থিতিতে ফলাফলকে বিঘ্নিত করা চলবে না।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে তিন ধরনের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ তুলে গোটা পরীক্ষা প্রক্রিয়া বাতিল করার দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কিছু পরীক্ষার্থী। তাদের দাবি, নতুন করে পরীক্ষা নিতে হবে।
যদিও, সিবিএসই-র কৌঁসুলি এই অভিযোগ খারিজ করে জানিয়ে দেন, সব ভাষার প্রশ্নপত্রে প্রশ্নের মান একই ছিল। তিনি যোগ করেন, এই প্রথমবার ইংরেজি ও হিন্দি বাদ দিয়ে আটটি আঞ্চলিক ভাষায় পরীক্ষাগ্রহণ হয়েছে।