'নকল শোক', 'স্বজনপোষণকারী'...সুশান্তের মৃত্যুতে শোকজ্ঞাপন করেও ট্রোলড হলেন কর্ণ, আলিয়া
সুশান্তের মৃত্যুতে কর্ণের শোক জ্ঞাপনকে অনেকেই ভাল চোখে দেখেননি। প্রশ্ন তুলেছেন কর্ণের ছবিতে স্বজনপোষণ নিয়ে।
মুম্বই: ২০২০। একের পর এক নক্ষত্রপতন হয়েছে বলিউডে। সেই ধারা যেন থামতেই চাইছে না। ইরফান খান, ঋষি কপূর, ওয়াজিদ খানের পর রহস্যমৃত্যু সুশান্ত সিংহ রাজপুতের। ৩৪ বছরের অভিনেতার আকস্মিক চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শক। চলচ্চিত্র জগতেও শোকের ছায়া। শাহরুখ, সলমন থেকে কর্ণ জোহর, আলিয়া ভট্ট, সকলেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন শোকবার্তা। স্মরণ করেছেন অভিনেতাকে। সুশান্তের মৃত্যুতে কর্ণের শোক জ্ঞাপনকে অনেকেই ভাল চোখে দেখেননি। প্রশ্ন তুলেছেন কর্ণের ছবিতে স্বজনপোষণ নিয়ে।
This is heartbreaking....I have such strong memories of the times we have shared ...I can’t believe this ....Rest in peace my friend...when the shock subsides only the best memories will remain....???? pic.twitter.com/H5XJtyL3FL
— Karan Johar (@karanjohar) June 14, 2020
You ruined the Bollywood with your invasion of adapting western high-class lifestyle and mocking the actors who don't suit in your gang for not coming from such background.
— JUST A FAN. (@iamsrk_brk) June 14, 2020
U didn't helped him when he was in depression..
— Tripurari Chaudhary (@tripurari_tips) June 14, 2020
নেটিজেনরা আলিয়াকেও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর শোকজ্ঞাপনকে কুমীরের কান্না বলে ব্যাঙ্গ করেন নেটিজেনদের একাংশ।
I’m in a deep state of shock. Such drama. So fake. Sab fake ho????????????????
No matter how much I think about it, I don’t have the words.
I’m totally devastated.
You've left us too soon.
You will be missed by each and every one of us.
My deepest condolences to Sushant's family, loved ones, and his fans. ????
সুশান্তের মৃত্যুতে আলিয়া লিখেছেন,'আমি গভীর শোকাহত। আমি এই ঘটনা নিয়ে কী ভাবছি, সেটা বড় কথা নয়। আমি শব্দ খুঁজে পাচ্ছি না। নিজেকে বিধ্বস্ত লাগছে। খুব তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে গেলে। আমরা প্রত্যেকে তোমাকে মিস করব। সুশান্তের পরিবার, প্রিয়জন ও অনুরাগীদের আমার সমবেদনা। ' কর্ণ জোহর লেখেন, ' হৃদয় বিদারক ঘটনা। ওঁর সঙ্গে আমার এমন কিছু স্মৃতি আছে...আমি বিশ্বাস করতে পারছি না...তোমার আত্মার শান্তি পাক...যখন দুঃখগুলো আবছা হয়ে যাবে, তখন ভাল স্মৃতিগুলো মনের মধ্যে রয়ে যাবে।''