সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি: এক সন্দেহভাজন আইসিস জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করল জাতীয় তদস্তকারী সংস্থা বা এনআইএ। অভিযোগ, শাকুল হামিদ নামে ওই সন্দেহভাজন তামিলনাড়ুর একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করছিল।
এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, আরও ৮ জনকে সঙ্গে নিয়ে তামিলনাড়ুর একাধিক জায়গায় হামলা সহ আইসিস-এর নাশকতামূলক কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল শাকুলের ওপর।
এনআইএ জানিয়েছে, গত ২৬ জানুয়ারি এই ৯ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল সংস্থা। সেখানে বলা হয়, ২০১৩ সালে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলে অভিযুক্তরা।
ওই সংগঠনের মাধ্যমে অর্থ তোলা, মিটিং করা এবং যুবকদের নিয়োগ করে তাদের সিরিয়ায় পাঠানোর বন্দোবস্ত করাই ছিল শাকুল ও তার সঙ্গীদের কাজ।
তদন্তে এনআইএ জানতে পেরেছে, প্রধান অভিযুক্ত হল হজা ফকরুদ্দিন। সিঙ্গাপুরের এই নাগরিক আদতে ভারতীয় বংশোদ্ভূত। তামিলনাড়ুর কুড্ডালুর জেলায় তার আদি বাড়ি। ২০১৪ সালের জানুয়ারি মাসে সপরিবার সিরিয়ায় যায় ফকরুদ্দিন।
২০১৩ সালের নভেম্বর ও ২০১৪ সালের জানুয়ারির মধ্যে দুবার ভারতে এসে শাকুল এবং অপর অভিযুক্ত খাজা মঈনুদ্দিনের সঙ্গে তামিলনাড়ু ও কর্নাটকের একাধিক বৈঠক করে ফকরুদ্দিন।
২০১৫ সালে তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়েছিল শাকুল। কিন্তু, তুরস্ক বিমানবন্দর থেকে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।






















