এক্সপ্লোর
প্রমাণের অভাব, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মুক্তির সম্ভাবনা
![প্রমাণের অভাব, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মুক্তির সম্ভাবনা Nia Breather Likely For Pragya Thakur In Malegaon Blast Case প্রমাণের অভাব, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মুক্তির সম্ভাবনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/24132332/sadhvi-pragya--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় সম্ভবত মুক্তি পেতে চলেছেন তথাকথিত ‘হিন্দু সন্ত্রাসবাদে’-র সব থেকে পরিচিত মুখ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ সূত্রে খবর, প্রজ্ঞার বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে যুক্ত থাকার নির্দিষ্ট কোনও প্রমাণ মেলেনি। তাই চার্জশিটে তাঁর নাম নাও থাকতে পারে। এ ছাড়া মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট বা ‘মকোকা’-র আওতায় তাঁর বিরুদ্ধে মামলা না করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও আর এক অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে এনআইএ দাবি করেছে।
মালেগাঁও মামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ২০০৮-এর অক্টোবর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই মামলায় এনআইএ-র চার্জশিট তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী মাসে বিশেষ আদালতে পেশ হবে চার্জশিট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)