এক্সপ্লোর
নির্ভয়া মামলা: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা বিনয় শর্মার
নিম্ন আদালত, দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি-সব মহলেই এই মামলা গিয়েছে। কোথাও রেহাই পায়নি বিনয়, মুকেশ ও তাদের দুই সঙ্গী পবন গুপ্ত, অক্ষয় কুমার সিংহ।

নয়াদিল্লি: ফাঁসির সাজার বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হল নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিনয় কুমার শর্মা। এর আগে এই মামলায় অপর এক দোষী মুকেশ সিংহর প্রাণভিক্ষা খারিজ করে দেন রাষ্ট্রপতি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মুকেশ। আজই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা করার কোনও ভিত্তিই নেই। রাষ্ট্রপতির কাছে এই মামলা সংক্রান্ত সব নথিই পেশ করা হয়। তিনি সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ফাঁসিই হবে মুকেশের। এবার বিনয়ের আর্জির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেন, সেদিকে তাকিয়ে গোটা দেশ।
অন্যদিকে, এই মামলায় অপর এক দোষী অক্ষয় ঠাকুর ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। তার আইনজীবী এ পি সিংহ জানিয়েছেন, ‘আমি আজ কিউরেটিভ পিটিশনের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে গিয়েছিলাম। এই আবেদনের সঙ্গে আরও কিছু নথি জমা দিতে বলেছে রেজিস্ট্রি। আমি সব প্রক্রিয়া সম্পূর্ণ করছি।’ এর আগে বিনয় ও মুকেশের কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
নিম্ন আদালত, দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি-সব মহলেই এই মামলা গিয়েছে। কোথাও রেহাই পায়নি বিনয়, মুকেশ ও তাদের দুই সঙ্গী পবন গুপ্ত, অক্ষয়। কিন্তু তারা বারবার আদালতে বা রাষ্ট্রপতির কাছে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা দীর্ঘায়িত করছে। প্রথমে ঠিক হয়েছিল, ২২ জানুয়ারি তাদের ফাঁসি হবে। কিন্তু আইন অনুযায়ী, রাষ্ট্রপতি ক্ষমাপ্রার্থনা খারিজ করে দেওয়ার ১৪ দিন পরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। ফলে ফাঁসির দিন পিছিয়ে যায়। এরপর ঠিক হয় ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি হবে। কিন্তু এবার বিনয় রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ায় ফের ফাঁসির দিন পিছিয়ে যেতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
