এক্সপ্লোর
Advertisement
নির্ভয়াকাণ্ডে বিনয়ের আবেদন খারিজ, এবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয়ের
এর আগে মুকেশ সিংহের আবেদনও খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি।
নয়াদিল্লি: নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয়কুমার শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিনয়ের প্রাণভিক্ষার কিউরেটিভ পিটিশন বাতিল হয়ে যায়। তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল সে।
বিনয়ের আর্জি খারিজ হওয়ার দিনই প্রাণভিক্ষার আবেদন জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অক্ষয় কুমার সিংহ। এর আগে মুকেশ সিংহের আবেদনও খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি।
শুক্রবার দিল্লির পাতিয়ালা কোর্ট ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া চারজন - পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিংহ (৩২)-এর মৃত্যুদণ্ডের আদেশের উপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করে। এই মামলায় ফের নির্দেশ না আসা পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলে জানিয়ে দেয় আদালত। বিচারক ধর্মেন্দ্র রানা জানান, আইনের সবদিক খতিয়ে দেখেই ফাঁসির সাজা কার্যকর করা হবে।
ঘটনার সময় নিজেকে নাবালক দাবি করে সুপ্রিম কোর্ট প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন গুপ্তা। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement