এক্সপ্লোর
Advertisement
বিহারে জেডি(ইউ) 'বড় ভাই',মানল বিজেপি, রাজ্যে নীতীশই এনডিএ-র মুখ, বললেন সুশীল মোদী
নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে আসন বন্টন নিয়ে জমজমাট বিহারের রাজনীতি। এরইমধ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ)-র তির লাগল একেবারে মোক্ষম জায়গায়। গতকালই জেডি(ইউ) মহাসচিব কে সি ত্যাগী বলেছিলেন যে, তাঁরা আগামী লোকসভা ভোটে এনডিএ-র শরিক হিসেবেই ভোটে লড়বেন। বিহারে তাঁদের দলই বড় এবং নীতীশকে সামনে রেখেই তাঁরা লোকসভা ভোটের লড়াইয়ে নামবেন। এদিন জেডি(ইউ)-র এই দাবিতে কার্যত মেনে নিল বিজেপি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, নীতীশই বড় ভাই এবং বিহারে এনডিএ-র নেতা।
কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বিজেপি কি নীতীশের দলের ২০০৯-এর লোকসভা ভোটে দুই দলের আসন সমঝোতা সূত্র মেনে নেবে? ২০০৯-র লোকসভা ভোটে জেডি(ইউ) ২৫ এবং বিজেপি ১৫ আসনে লড়াই করেছিল বিজেপি। কিন্তু ২০১৪-য় পরিস্থিতি পাল্টে যায়। বিজেপির সঙ্গ ছেড়ে একাই ভোটের ময়দানে নামেন নীতীশ। কিন্তু বিজেপিই ওই ভোটে সবচেয়ে বেশি লাভবান হয়। এনডিএ বিহারের ৪০ আসনের মধ্যে ৩১ টিতেই জয়ী হয়।
এরপর নীতীশ ফের এনডিএ শিবিরে ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় রাজনীতিতে তাঁকে সেভাবে সক্রিয় দেখা যায়নি। কিন্তু বিহারে তাঁর ভোটব্যাঙ্ক রয়েছে। বিরোধী দলগুলির জোট বাঁধার রণকৌশলে বিজেপি শিবির প্রমাদ গুণছে। এই অবস্থায় নীতীশের সঙ্গ ছাড়ার ঝুঁকি বিজেপি নিতে পারবে না।
২০১৯-র লোকসভা নির্বাচনের আগে নীতীশ নিজের ভূমিকা কী হবে, তা সাফ করে নিতে চাইছেন। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেছেন, নীতীশ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বেই এনডিএ সরকার চলছে। এমনিতেই তিনি বড় নেতা। তাঁর ভাবমূর্তি স্বচ্ছ। জাতীয় স্তরে নরেন্দ্র মোদী এনডিএ-র মুখ।
এ সবেরই মধ্যে বিহারে এনডিএ-র আসন সমঝোতার অঙ্কটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। কারণ, এর আগে রাম বিলাস পাসোয়ান ও উপেন্দ্র কুশওয়া এনডিএ-র অংশ ছিলেন না। এখন আসন সমঝোতার যে ফর্মুলা শোনা যাচ্ছে, তাতে জেডি(ইউ) বিজেপির থেকে অন্তত দুটি বেশি আসনে লড়াই করবে। পাসোয়ান তাঁর দলের ছয়টি আসন কমানোর ব্যাপারে একেবারেই নারাজ। কিন্তু তাঁকে একটা আসন ছাড়তে হতে পারে।
উপেন্দ্র কুশওয়ারার দলের তিনটি আসন রয়েছে। তাঁকেও অসন্তুষ্ট করে তোলাটা বিজেপির পক্ষে ক্ষতিকর হতে পারে। এমনিতেই তাঁর এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যেই জল্পনা চলে। বিজেপিকে অনন্ত ২২ আসন ছাড়তে হবে, তাহলেই নীতীশের দল ১৫-র বেশি আসন পেতে পারে। এভাবে সহযোগী দলগুলিকে পাশে রাখতে বিজেপি ১৫ বা তার কম আসন পেতে পারে।
উপেন্দ্র কুশওয়া এনডিএ ছেড়ে বেরিয়ে গেলে তাঁর দলের আসনগুলি জেডি(ইউ) চাইতে পারে। নীতীশের দল সবচয়ে বেশি আসনে লড়াই করতে চাইছে। এই অবস্থায় নীতীশকে অসন্তুষ্ট করতে না চাইলে বিজেপিকে ওই দাবি মানতে হবে। বিহারে আগামী ২০২০-তে বিধানসভা ভোট। তার আগে অগ্নিপরীক্ষা আগামী লোকসভা ভোট। নীতীশ ইতিমধ্যেই বিহারের বিশেষ রাজ্যের তকমার দাবি ফের নতুন করে তুলেছেন। রাজনৈতিক মহলের অভিমত, এই ইস্যু নিয়ে চলতে চাইছেন নীতীশ, যাতে তাঁর এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খোলা থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement