এক্সপ্লোর
Advertisement
বিহারে এনআরসি হবে না,বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জী (এনআরসি)- র বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, রাজ্যে এনআরসি হবে না। উল্লেখ্য, গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে অনুমোদিত হয়েছে।
নয়াদিল্লি: দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জী (এনআরসি)- র বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, রাজ্যে এনআরসি হবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে অনুমোদিত হয়েছে। সংসদের উভয় কক্ষেই এই বিলের পক্ষে ভোট দিয়েছে বিহারে বিজেপির শরিক জেডি-ইউ। কিন্তু তা নিয়ে জেডি-ইউ-র অন্দরে ক্ষোভ দাঁনা বেঁধেছে। দলের নেতা প্রশান্ত কিশোর প্রকাশ্যেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। এছাড়াও আরও কয়েকজন নেতা বিলে নীতীশের সমর্থনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। দলের জাতীয় সম্পাদক তথা মুখপাত্র পবন কুমার ভার্মা গতকাল বৃহস্পতিবার নাগরিকত্ব আইনে জেডি-ইউ-র সমর্থনের সিদ্ধান্ত নিয়ে দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তিনি নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করার জন্যও নীতীশের কাছে দাবি জানিয়েছিলেন। এর আগে প্রশান্ত কিশোর নীতীশের সঙ্গে দেখা করে দল থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে খবর। দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে বিহারে এনআরসি রূপায়ণ না করার বিষয়ে নীতীশ আশ্বস্ত করেছিলেন বলে খবর। এবার নীতীশ নিজেই জানিয়ে দিলেন, বিহারে এনআরসি হবে না। উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েকের দলও সংসদে সংশোধিত নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়েছিল। পরে নবীন জানিয়েছিলেন যে, তিনি দেশজুড়ে এনআরসি-র সিদ্ধান্তকে সমর্থন করেন না। তিনি বলেছিলেন, সংশোধিত্ব নাগরিকত্ব আইনের সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনও সম্পর্ক নেই। এটা বিদেশীদের বিষয়। দলের সাংসদরা লোকসভা ও রাজ্যসভায় স্পষ্ট করে দিয়েছেন যে, বিজেডি এনআরসি সমর্থন করে না। এর আগে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, দিল্লি সরকারের পক্ষ থেকে এনআরসি কার্যকর না করার কথা জানানো হয়েছে।Bihar Chief Minister Nitish Kumar: National Register of Citizens (NRC) will not be implemented in Bihar. (file pic) pic.twitter.com/0Yri4Q8rze
— ANI (@ANI) December 20, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement