এক্সপ্লোর
অনাস্থায় সরকারের পাশেই, জানালেন নীতীশ

পটনা: অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক চলছে। তার মধ্যেই শাসক জোটকে স্বস্তির বার্তা দিল নীতীশ কুমারের জেডি (ইউ)। বিহারে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে তাদের সম্পর্কে অস্বস্তির বাতাবরণ রয়েছে। ২০১৯-এর সাধারণ নির্বাচনের আসন বন্টন ঘিরে বিহারে জটিলতা তৈরি হয়েছে। নীতীশ জোটের 'বড় ভাই' বলে দাবি করছে জেডি (ইউ)। তার মধ্যেই খোদ নীতীশ জানিয়ে দিলেন, অনাস্থা প্রস্তাবের ইস্যুতে তাঁরা এনডিএ সরকারের সঙ্গেই থাকছেন। শিবসেনা গতকাল মোদী সরকারের পক্ষে ভোট দেবে বলে জানিয়েও আজ সকালে সুর বদলে ফেলে, জানিয়ে দেয়, তারা বিতর্কে থাকবে না। ১৮ এমপির শরিক দলের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। সেই প্রেক্ষাপটেই ভরসা এল আরেক শরিকের কাছ থেকে। নীতীশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের পাশেই থাকছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















