এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্ক নীতীশের কাছে ইস্যু নয়
পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিতর্ক কোনও ইস্যুই নয় বলে উড়িয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বরং বিহারে গত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
সোমবার নিজের বাসভবনে ‘জনতার দরবারে মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানে যোগ দেন নীতীশ। গত সপ্তাহে এই অনুষ্ঠানেই তাঁকে চপ্পল ছুঁড়ে মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন নিরাপত্তা কঠোর করা হয়েছিল।
এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন নীতীশ। চপার কেলেঙ্কারি নিয়ে তিনি বলেছেন, বিজেপি কোনও নীতি নিয়ে আলোচনা করার বদলে ব্যক্তিগত আক্রমণই বেশি পছন্দ করে। তাঁর ক্ষেত্রেও একই নীতি নিয়েছিল বিজেপি।
বিহারে মদ নিষিদ্ধ করার জন্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান সরকারের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ধানবাদে মদ্যপান বিরোধী এক অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তিনি বলেছেন, বিহার মদ নিষিদ্ধ করে সামাজিক বিপ্লব শুরু করেছে। এই ধরনের অনুষ্ঠানে তিনি সবসময় যেতে তৈরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement