এক্সপ্লোর
Advertisement
৩০ জুনের আগে ক্রেডিট কার্ড বিলে ১৮ শতাংশ জিএসটি নয়, জানালেন রাজস্ব সচিব
নয়াদিল্লি: ৩০ জুনের আগে ক্রেডিট কার্ড বিলের ওপর জিএসটি বসবে না। আজ এ কথা জানিয়ে দিলেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। টাকা মেটানোর জন্য নির্ধারিত তারিখ যদি জুলাইও হয়, তাহলেও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
আধিয়া জানিয়েছেন, ক্রেডিট কার্ডই হোক বা মোবাইল, টেলিফোনের বিল, তা যদি জুনে পাঠানো হয়, আর পেমেন্টের তারিখ থাকে জুলাইতে, তাহলে ১৮ শতাংশ জিএসটি বসার প্রশ্ন নেই। যেহেতু জুলাইয়ের আগে বিল এসেছে, তাই তাতে শুধু ১৫ শতাংশ পরিষেবা করই বসবে, জিএসটি নয়। বিমার প্রিমিয়ামের ক্ষেত্রেও এই নিয়ম। তাছাড়া নানা জিনিসপত্র যাঁরা নির্মাণকারীদের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করেন, তাঁরাও যদি তাঁদের অর্ডার দেওয়া জিনিস জুন মাসে হাতে পান ও সে মাসেই ইন ভয়েসও পান, তাহলে জিএসটি দিতে হবে না।
আধিয়া বলেছেন, এ দেশে বেশিরভাগ ব্যবসাই চলে এক-দু’মাসের ধারে। যিনি বিক্রেতা, তিনি যদি নির্মাণকারীর কাছ থেকে জুন মাসে বিক্রির জিনিস পান ও জুলাইয়ে টাকা শোধ করেন, তবে জিএসটি চালুর আগের করই দিতে হবে, জিএসটি নয়।
প্রথম জিএসটি মাস্টার ক্লাস নিতে বসে আধিয়া বলেন এ কথা। এ ধরনের ক্লাসের মাধ্যমে করদাতা ও ব্যবসায়ীদের জিএসটি সম্পর্কে বোঝানো হবে।
আন্তঃরাজ্য ব্যবসার ক্ষেত্রে কোন রাজ্যে ব্যবসা রেজিস্টার করতে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আধিয়া জানিয়েছেন. যে রাজ্য জিনিসপত্রের নির্মাতা, সে রাজ্যেই রেজিস্টার হবে ব্যবসা, যে গ্রহণ করছে, সে রাজ্যে নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement