৮ নভেম্বরের আগে বা পরে বাজারে কত কালো টাকা হিসেব নেই, সংসদে জেটলি
নয়াদিল্লি: ৮ নভেম্বরের আগে বা তার পরে বাজারে কত কালো টাকা রয়েছে, সেই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই বলে জানিয়ে দিলেন অরুণ জেটলি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন লোকসভায় বলেন, নোট বাতিলের আগে বা পরে কত কালো টাকা রয়েছে, সেই সংক্রান্ত কোনও সরকারি তথ্য নেই। গত ৮ নভেম্বর, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মোদী জানিয়েছিলেন, দেশে কালো টাকার বাড়বাড়ন্ত রোধ করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
নোট বাতিলের পরে দেশের বাজারে ছড়িয়ে থাকা কালো টাকার পরিমাণ নিয়ে জোর বিতর্ক চলছিল। সংসদের ভিতর ও বাইরে বিরোধীরা বারবার কেন্দ্রের কাছে এই দাবি জানিয়ে আসছিল যে, কত কালো টাকা বাজারে চালু রয়েছে, তার পরিমাণ জানাতে হবে। সেই দিক দিয়ে কেন্দ্রের এদিনের সিদ্ধান্ত সরকারের একপ্রকারের স্বীকারোক্তি বলা যেতে পারে।
এদিন জেটলি বলেন, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন তল্লাশিতে ৩১,২৭৭ কোটি টাকা অঘোষিত আয় এবং ২,১৬৪ কোটির অঘোষিত সম্পত্তির হদিস পেয়েছে আয়কর দফতর। পাশাপাশি, ওই একই সময়ে আরও ১৪,০৪৪ সমীক্ষায় অতিরিক্ত ৩০,৪৯২ কোটি টাকার অঘোষিত আয়ের খোঁজ মিলেছে।