এক্সপ্লোর
হেলমেট ছাড়া দু-চাকার যানে পেট্রোল নয়! নয়া নিদান কেরলে

তিরুঅনন্তপুরম: সড়ক দুর্ঘটনায় টু-হুইলারের চালকের মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কেরল সরকার এক অভিনব পন্থা বের করল। তারা সিদ্ধান্ত নিয়েছে, চালকের হেলমেট না থাকলে, কোনও মোটরবাইক বা স্কুটার সহ দু-চাকার যানে পেট্রোল ভরা যাবে না। আগামী ১ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে। রাজ্যের পরিবহণ কমিশনার তমিন জে থ্যাচাঙ্কারি জানান, দু-চাকার যান চালকেরা যদি হেলমেট পরে না থাকেন, তাহলে কোনও পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি ভরতে পারবেন না। এই মর্মে তেল সংস্থাগুলি এবং পেট্রোল পাম্পগুলিকে নির্দেশ দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথমে তিরুঅনন্তপুরম, এর্নাকুলাম এবং কোজিকোড়ে এই নিয়ম পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য জেলায় তা চালু করা হবে। থ্যাচাঙ্কারি জানান, তিনি ইতিমধ্যেই এবিষয়ে তেল সংস্থা, ডিলার এবং পাম্প-মালিকদের সঙ্গে বৈঠক করেন এবং এই সংক্রান্ত সুপারিশ করেন। কমিশনারের মতে, সবপক্ষই তাঁর প্রস্তাব মেনে নিয়েছে। পরিসংখ্যান বলছে, কেরলে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু হয়, তার অর্ধেকই মোটরসাইকেল চালকের। এর মধ্যে ৮০ শতাংশ মৃত্যু মাথায় আঘাত লেগেই হয়। ২০১৫ সালে কেরলে ১৪,৪৮২টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে ১,৩৩০ জনের মৃত্যু হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















