কলকাতা সহ ৬ বিমানবন্দরে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজে আর ট্যাগ নয়: সিআইএসএফ
নয়াদিল্লি: এবার থেকে দেশের ৬টি প্রধান বিমানবন্দরে হ্যান্ড ব্যাগেজে আর ট্যাগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসএফ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দেশের প্রধান প্রধান বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইএসএফ-এর উচ্চ-পর্যায়ের বৈঠক হয়। সেখানেই যাত্রী-স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরগুলির সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকা এই কেন্দ্রীয় বাহিনীর ডিজি ও পি সিংহ জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে দেশের মোট ৬টি প্রধান বিমানবন্দরে প্রাথমিক স্তরে এই পাইলট প্রজেক্ট শুরু হবে, যেখানে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজে ট্যাগ করা হবে না।
যে বিমানবন্দগুলিতে এই পাইলট প্রজেক্ট নিয়ম চালু চালু করা হবে, সেগুলি হল—দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ ও বেহ্গালুরু। তিনি তিনি জানান, পরে ধীরে ধীরে দেশের অন্য বিমানবন্দরেও এই সুবিধা চালু করা হবে।
মূলত, এতদিন যাত্রীদের হ্যান্ড ব্যাগেজে এই ট্যাগ দেওয়া হত। এর অর্থ, ব্যাগেজটির পরীক্ষা করা হয়েছে। কিন্তু, এখন উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি—যেমন স্ক্যানার, এক্স-রে, সিসিটিভি এবং সর্বোপরি প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী থাকায় এই ধরনের ট্যাগের আর কোনও প্রয়োজন নেই বলেই মনে করছেন বাহিনীর শীর্ষ কর্তারা।