ডিটেনশন ক্যাম্প নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি, কোনও ফাইলও দেখিনি: পিনারাই বিজয়ন
কেরলে কি কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে?
নয়াদিল্লি: কেরলে কি কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে? সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে যে জল্পনা তৈরি হয়েছিল, যা নিয়ে ধোঁয়াশার বাতাবরণ তৈরি হয়েছে তা দূর করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বামশাসিত ভারতের একমাত্র রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে না, সাফ জানিয়ে দিলেন বিজয়ন। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থানের মতো অ-বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন জানিয়েছএ তারা কোনও শরণার্থী শিবির বানাচ্ছে না এবার তা জানিয়ে দিল কেরলও।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বক্তব্য, “২০১২ সালে অবৈধ অভিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ডিটেনশন ক্যাম্প নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিল। ২০১৬ সালে সে বিষয়ে তদারকি করতে এসেছিল সমাজ কল্যাণ দফতরের আধিকারিকরা। এরপর আর কোনও নথি পাইনি”।
কেরলে যে কোনওরকম ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে না, তা পরিষ্কার করে দিয়ে বিজয়ন বলেন, “আমি সমাজ কল্যাণ দফতরকে এই সম্বন্ধনীয় সমস্ত কাজ বন্ধ রাখতে বলেছি। কেউ কেউ পূর্বতন সরকারের কাজের পরিপ্রেক্ষিতে আমাদের আক্রমণ করছেন। আমরা ধারাবাহিকভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছি।”
প্রসঙ্গত, ২০১২ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, রবিবার দিল্লিতে একটি একটি জনসভায় নরেন্দ্র মোদি বলেন, “না কোনও মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, না ভারতে কোনও ডিটেনশন ক্যাম্প রয়েছে।”