এক্সপ্লোর
আসন-রফা নিয়ে সমস্যা নেই, ২০১৯-এ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই, জানালেন শরদ পওয়ার

মুম্বই: ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করার কথা জানিয়ে দিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে আসন-রফা নিয়ে কোনও সমস্যা নেই। অতীতে কেন্দ্র ও মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে সরকার চালিয়েছে। ইউপিএ-র অন্যতম শরিক দল ছিল এনসিপি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে দু’দলের জোট ভেঙে যায়। তবে ফের কংগ্রেসের সঙ্গে জোটের কথা জানিয়েছেন পওয়ার। তিনি দলের এক অনুষ্ঠানে বলেছেন, ‘কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কারণ, দু’দলই একসঙ্গে ২০১৯-এর নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনের আগে সম-মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে কংগ্রেস।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















