পাঠ্যক্রম থেকে ডারউইনের বিবর্তন-তত্ত্ব সরানো হচ্ছে না, সংসদে বিবৃতি সত্যপালের
নয়াদিল্লি: চার্লস ডারউইনের বিবর্তন-তত্ত্ব সিলেবাস থেকে সরিয়ে দেওয়ার কোনও প্রস্তাব নেই বলে সংসদে জানিয়ে দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
এদিন, রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ জানান, সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণির জীববিদ্যা পাঠ্যক্রমে প্রজাতি বিবর্তন নিয়ে চার্লস ডারউইনের তত্ব বহাল রয়েছে। তিনি যোগ করেন, স্কুল বা কলেজ পাঠ্যক্রম থেকে এই তত্ত্ব সরানোর কোনও পরিকল্পনা করছে না মন্ত্রক।
প্রসঙ্গত, গতমাসে ঔরঙ্গাবাদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এক বিতর্কিত মন্তব্য করে বসেন সত্যপাল। তিনি দাবি করেন, ডারউইনের এই প্রজাতি-বিবর্তন তত্ব বৈজ্ঞানিকভাবে ভুল। স্কুল ও কলেজের পাঠ্যক্রমে তা শোধরানোর প্রস্তাবও দেন তিনি।
সত্যপালের এই মন্তব্য তুমুল শোরগোল পড়ে যায়। বিজ্ঞানীরা তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। যার প্রেক্ষিতে, সত্যপালকে এধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।