এক্সপ্লোর
গোপাচারকারী সন্দেহে পিটিয়ে খুন: 'বর্বরোচিত', তবে ধর্মীয় যোগ নেই, দাবি বেঙ্কাইয়ার

নয়াদিল্লি: দেশে ইদানীং গরু পাচারকারী সন্দেহে গণপ্রহারে হত্যার ঘটনাগুলিকে 'বর্বরোচিত' বললেন বটে, তবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর দাবি, একে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরমতী আশ্রমে দাঁড়িয়ে গোরক্ষার নামে গোপ্রেমীদের আইন হাতে তুলে নেওয়া, পিটিয়ে মানুষ খুন মেনে নেওয়া যায় না, মহাত্মা গাঁধী এমনটা অনুমোদন করতেন না বলে জানিয়ে দেওয়ার পরও তাণ্ডব থামার লক্ষণ নেই। তাঁর কঠোর বার্তার কয়েক ঘন্টা পরই ঝাড়খণ্ডে গাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে গণপ্রহারে মৃত্যু হয় আলিমুদ্দিন আসগর নামে এক ব্যক্তির। উন্মত্ত জনতা তাঁর গাড়িও জ্বালিয়ে দেয়। কিন্তু বেঙ্কাইয়া আজ সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট রাজ্য, জেলা স্তরের আইনরক্ষক সংস্থাগুলিকে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। পিটিয়ে খুন করার নিন্দা করেছেন সকলে। প্রধানমন্ত্রীও এ নিয়ে দু বার নিন্দা করলেন। দেশের বিভিন্ন শহরে এসব হচ্ছে। এটা বর্বরোচিত, অসহনীয়। তবে এর পিছনে কোনও ধর্মীয় যোগসূত্র নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















