এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে ইতিহাসের পাঠ্যসূচী থেকে বাদ দেওয়া হবে মুঘল সম্রাটদের, জানালেন উপমুখ্যমন্ত্রী
লখনউ: উত্তরপ্রদেশের স্কুলপাঠ্যে বদল আসতে চলেছে। মুঘল সম্রাটদের বাদ দিতেই ইতিহাসের পাঠ্যসূচীতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রকের দায়িত্ব রয়েছে দীনেশের হাতেই। তাঁর দাবি, মুঘল সম্রাটরা আমাদের পূর্বপুরুষ নন, তাঁরা লুঠেরা। পড়ুয়াদের যাতে মিথ্যে না শেখে সেজন্য পাঠ্যসূচীতে সেইমতো বদল আনা হবে।
উপমুখ্যমন্ত্রী অবশ্য শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে 'সার্টিফিকেট' দিয়েছেন। তিনি বলেছেন, মুঘল সম্রাটদের মধ্যে ব্যতিক্রমী বাহাদুর শাহ জাফর। কারণ, তিনি সুশাসক ছিলেন। মহাবিদ্রোহের সময় বাহাদুর শাহ মোঙ্গল পান্ডেকে সমর্থন করেছিলেন।দীনেশ শর্মা বলেছেন, বাহাদুর শাহ জাফর ‘সুশাসক’ ছিলেন। এজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়াঙ্গনে শেষ মুঘল সম্রাটের সমাধিভূমিতে গিয়েছিলেন।
মন্ত্রীর দাবি, অন্যান্য মুঘল শাসকরা লুঠেরা এবং ইতিহাসে তাঁদের প্রশংসা অনুমোদন করা যায় না।
উপমুখ্যমন্ত্রী ইতিহাস থেকে মুঘল সম্রাটদের বাদ দেওয়ার মধ্যে কোনও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নেই বলেও দাবি করেছেন। তিনি বলেছেন, সরকার সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। কিন্তু পড়ুয়াদের বিকৃত ইতিহাস পড়তে দেওয়া যায় না। সেজন্যই ইতিহাসের পাঠ্যসূচীতে বদল প্রয়োজন।
উপমুখ্যমন্ত্রী বলেছেন, সিংহাসনের জন্য বাবাকে হত্যা করা বা স্থাপত্য শিল্পীর হাত কেটে দেওয়ার মতো সংস্কৃতি আমাদের সংস্কৃতি হতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement