এক্সপ্লোর
Advertisement
৯২ বছরের প্রথায় ছেদ, এবার থেকে রেলের জন্য আর পৃথক বাজেট পেশ নয়
নয়াদিল্লি: স্বাধীন ভারতে এই প্রথম ভাঙল পরম্পরা। এবার থেকে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে রেল বাজেট। আর আলাদা দিনে পেশ হবে না রেল বাজেট। সিদ্ধান্তে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। সাধারণ বাজেটের সঙ্গে একত্রে রেল বাজেট পেশ করা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। আজ এনিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে ফেব্রুয়ারির গোড়াতেই সাধারণ বাজেট পেশ করা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ১৯২৪-এ ব্রিটিশ জমানা থেকেই রেল ও সাধারণ বাজেট পৃথকভাবে পেশ করার প্রথা চলে আসছে। সেই ধারায় ছেদ টানার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানিয়েছেন,এবার থেকে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে। যদিও কাজকর্মের ক্ষেত্রে রেলের স্বশাসন অব্যাহত থাকবে।
সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাত্পর্য্যপূর্ণ। কারণ, সাম্প্রতিত অতীতে, বিশেষ করে ১৯৯৬ থেকে জোট সরকারের জমানায় বিভিন্ন রেলমন্ত্রী রেল বাজেটকে নিজেদের ভাবমূর্তি তৈরির কাজে ব্যবহার করেছেন। প্রকল্প বিতরণের মাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছেন। রেলমন্ত্রক বেশিরভাগ সময় আঞ্চলিক দলগুলির হাতে থাকায় বাজেটে রাজনৈতিক প্রয়োজনীয়তাই অগ্রাধিকার পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
কিন্তু বর্তমান এনডিএ সরকারের কাছে শরিকি কোনও চাপ নেই।লোকসভায় বিজেপির একক সংখ্যারগরিষ্ঠতা থাকায় সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না। নীতি আয়োগের দুই সদস্য বিবেক দেবরায় ও কিশোর দেশাইকে নিয়ে গঠিত কমিটির সুপারিশ মেনে দীর্ঘদিনের প্রথায় ছেদ টানার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement