এক্সপ্লোর
Advertisement
আধার কার্ড না থাকলে আর মিলবে না রান্নার গ্যাসের ভর্তুকি
নয়াদিল্লি: আপনার কি আধার কার্ড নেই? নাকি আধার নম্বর পেলেও, তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত কর হয়নি? দুটি ক্ষেত্রেই উত্তর যদি ‘না’ হয়, তাহলে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি আপাতত বন্ধ! এখন থেকে আপনাকে এলপিজি সিলিন্ডার কিনতে হবে বাজারদরে!
গত তিরিশে জুন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করিয়েছেন, ১ জুলাই থেকে তাঁরাই ভর্তুকি পাবেন। বাকিদের বাজারদরে সিলিন্ডার কিনতে হবে।আধার নম্বর নেই, কিম্বা যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত হয়নি, এমন গ্রাহকদের জন্য ৩ মাস সময় দেওয়া হয়েছে।
তাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত করাতে পারলে ফের ভর্তুকি চালু হবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বাজারদরে সিলিন্ডার কিনলে, পরে তাঁরা ভর্তুকির টাকা পেয়ে যাবেন।
কিন্তু কোনও গ্রাহক ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত না করতে পারলে, যখন সংযুক্ত করবেন, তখন ফের তাঁর ভর্তুকি চালু হবে। তবে, এই সময়কালে বাজারদরে নেওয়া সিলিন্ডারের ভর্তুকি পাবেন না তিনি।
অসম ও মেঘালয় ছাড়া বাকি সব রাজ্যে এই নিয়ম প্রযোজ্য হবে।
সূত্রের খবর, তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা মিলিয়ে পশ্চিমবঙ্গে এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় এক কোটি দশ লক্ষ। এঁদের মধ্যে প্রায় ২৭ শতাংশ গ্রাহকের আধার কার্ড হয়নি, কিম্বা আধার কার্ড হলেও, এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত হয়নি।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের এই ভর্তুকি বন্ধের নির্দেশিকা কেন! প্রশ্ন উঠছে।যদিও তেল সংস্থাগুলির দাবি, আধার কার্ড নিয়ে যে সব গ্রাহক সমস্যার সম্মুখীন হবেন, তাঁদের প্রয়োজনীয় সাহায্য করা হবে।
গত বছর সাতই অক্টোবর সুপ্রিম কোর্ট জানায়, প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে ব্যবহার করা গেলেও, আধার কার্ড কখনওই বাধ্যতামূলক নয়। আধার কার্ড ছাড়াই মিলবে ভর্তুকির টাকা।
এরপরই চলতি বাজেট অধিবেশনে অর্থ বিল হিসেবে পাস করিয়ে, ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক করে মোদী সরকার। আধার বিলকে দেওয়া হয় আইনি স্বীকৃতি। গত ২৬ মার্চ এই সংক্রান্ত সরকারি নির্দেশনামা প্রকাশিত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement