আইন মেনে যত খুশি সোনা রাখা যাবে, জানাল সরকার

নয়াদিল্লি: আয়কর আইন সংশোধিত হয়েছে, তবে তাতে উত্তরাধিকার সূত্রে পাওয়া ও ঘোষিত আয়ের টাকায় বা চাষ থেকে প্রাপ্ত অর্থে কেনা সোনাদানা ও অলঙ্কারের ওপর কর বসানোর কোনও ধারা নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এ কথা জানিয়েছে। সংশোধিত আয়কর আইনে ঘরের সোনা, অলঙ্কারকে করের আওতায় নিয়ে আসা হতে পারে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)। অলঙ্কারের ওপর কর বসানোর কোনও নতুন ধারা সংশোধিত আয়কর আইনে যুক্ত হয়নি বলে জানিয়েছে তারা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই লোকসভায় আয়কর আইন (দ্বিতীয় সংশোধনী) বিল গৃহীত হয়েছে, যাতে বলা হয়েছে, আয়কর তল্লাসির সময় হিসাববর্হিভূত, অঘোষিত সম্পত্তির হদিশ পাওয়া গেলে ৮৫ শতাংশ কর ও জরিমানা ধার্য হবে।
৫০০-হাজারের পুরনো নোট বাতিলের পর থেকেই সোশাল নেটওয়ার্কিং সাইটে নানা রকমের মেসেজ ভাইরাল হচ্ছে! কোনওটা সোনা নিয়ে! কোনওটা আবার বাড়ি নিয়ে! কারও দাবি, এবার থেকে একজন মহিলা ৬০০ গ্রামের বেশি সোনা রাখতে পারবেন না। ৬০০ গ্রামের বেশি সোনা রাখলে বাজেয়াপ্ত করা হবে। কেউ আবার রটাচ্ছে, ব্যাঙ্ক লকারে হানা দেবে আয়কর দফতর। কিন্তু, বৃহস্পতিবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন মেনে একজন যত খুশি সোনা তাঁর কাছে রাখতে পারেন। ঘোষিত আয় বা সঞ্চয়ের টাকায় সোনা কিনলে কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার ক্ষেত্রে আগেও কর দিতে হত না, এখনও হবে না। একজন বিবাহিত মহিলার কাছে ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলার কাছে আড়াইশো গ্রাম এবং একজন পুরুষের কাছে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা থাকলে তা বাজেয়াপ্ত করা যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, সোনা কিনলে রশিদটা সবসময় কাছে রেখে দেবেন। কারণ, পরে গয়না বিক্রি করতে গেলে তা যেমন কাজে লাগবে, তেমনই আয়কর দফতর জিজ্ঞাসাবাদ করলেও ওই রশিদ দেখিয়ে প্রমাণ করা যাবে, আইনকানুন মেনেই সোনা কেনা হয়েছে।





















