এক্সপ্লোর
সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় যে কোনও হামলার পাল্টা জবাব দেওয়া হবে: সীতারামন

নয়াদিল্লি: সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় যে কোনও রকম হামলার কঠোর ও সমুচিত জবাব দেওয়া হবে। পাকিস্তানকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, রমজান মাসে চলতি যুদ্ধবিরতিকে সম্পূর্ণ মর্যাদা দেবে সেনা। কিন্তু সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচণায় হামলা হলে কোনও ক্ষেত্রেই রেহাই দেওয়া হবে না। কারণ, এ ব্যাপারে সেনাকে পাল্টা আঘাতের অধিকার দেওয়া হয়েছে। এনডিএ সরকারের চতুর্থ বার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সীমান্ত পেরিয়ে হামলা বা বিনা প্ররোচনায় গুলি চালনার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সেনাকে দেওয়া রয়েছে। জম্মু ও কাশ্মীরে রমজান মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ভারত ও পাকিস্তানের ডিজিএমও-দের মধ্যে আলোচনাও হয়েছে। এরইমধ্যে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি বর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি উপত্যকায় এক সপ্তাহের মধ্যে প্রায় এক ডজন গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। সীতারামন বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি বিনা প্ররোচনায় হামলার যাতে উপযুক্ত জবাব দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। প্রতিরক্ষামন্ত্রক ও বাহিনীর কর্তব্য হল ভারতকে সুরক্ষিত রাখা। সীতারামন জানিয়েছেন, কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যুদ্ধবিরতি ঘোষণার আগে সেনার মতামত নিয়েছিল। রমজানে যুদ্ধবিরতি সফল কিনা, এই প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটা তাঁর মন্ত্রকের বিষয় নয়। যুদ্ধবিরতির সময়সীমা যে বাড়ানো হবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর কথায়। একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, শুধুমাত্র রমজান মাসের জন্যই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আলোচনায় ভারত বসবে কিনা, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্য পুনরায় উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, আলোচনা ও সন্ত্রাস পাশাপাশি চলতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















