এক্সপ্লোর
বাড়িতে ডেঙ্গিবাহক মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গা, নোটিশ শাহিদ কপূরকে

মুম্বই: বাড়িতে ডেঙ্গিবাহক মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গার সন্ধান মিলেছে। এই মর্মে অভিনেতা শাহিদ কপূরকে নোটিস দিল বৃহন্মুম্বই পুরসভা। পুরসভা সূত্রে খবর, শাহিদের জুহু তারা রোডের বাড়িতে রুটিন ইন্সপেকশনে যায় পুরসভার একটি দল। প্রথমে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। পরে পুলিশের সাহায্য নিয়ে শাহিদের বাড়িতে ঢোকে পুরসভার দলটি। অভিনেতার বাড়ির সুইমিং পুলে ডেঙ্গিবাহক মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গা দেখতে পান পুরকর্মীরা। এর জেরেই শাহিদ কপূরকে নোটিস পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহিদ কপূর। শাহিদের মুখপাত্র জানিয়েছেন, পুরসভার এই অভিযানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন শাহিদ। তাঁর বাড়িতে সদ্যোজাত সন্তান রয়েছে। তাই এই বিষয়টি তাঁর কাছে ভীষণই চিন্তার। প্রসঙ্গত, ওই বহুতলেরই চতুর্থ তলে থাকতেন অভিনেত্রী বিদ্যা বালন। গতকালই তাঁর ডেঙ্গু-আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। আবাসনের পঞ্চম তলে দুটি মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গা দেখতে পেয়েছেন পুরসভার কর্মীরা। সেটির মালিক মীরা পটেল। তাঁকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ। গত বছর বিএমসি এই একই কারণে চিঠি পাঠিয়েছিল বলিউড তারকা অনিল কপূর, জুহি চাওলা, সঙ্গীতশিল্পী অমিত কিশোর গাঙ্গুলিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















