এক্সপ্লোর
Advertisement
বিতর্ক উস্কে এবার করাভি স্বামী মন্দিরে ৭৫ হাজারের সোনার গোঁফ দান তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর
হায়দরাবাদ: মাত্র ৪৮ ঘণ্টা আগেই তিরুপতি মন্দিরে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের সোনার অলঙ্কার দান করে বিতর্ক তৈরি করেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তারপরও কোনও হেলদোলই নেই মুখ্যমন্ত্রীর। এবার তিনি করাভি ভীরাভদ্র স্বামী মন্দিরে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গোঁফ দান করেছেন।
গত ২২ ফেব্রুয়ারিই পদ্মর আকৃতির একটি সোনার নেকলেস দান করেন। যার ওজন ছিল প্রায় ১৪.৯০ কিলোগ্রাম। এছাড়া ৪.৬৫ কেজি ওজনের একটি ক্যারকানেটও দান করেন। প্রসঙ্গত ওই দিনই তিরুপতির মন্দিরে প্রায় সাড়ে পাঁচ কোটি মূল্যের সোনার গয়না দান করেন চন্দ্রশেখর। এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিরোধী কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। এভাবে জনসাধারণের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগে বিরোধী শিবির। তবে এত সমালোচনার যে কোনও প্রভাবই মুখ্যমন্ত্রীর ওপর পড়েনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোনার গোঁফ দান করা থেকে। তবে এখানেই শেষ হচ্ছে না রাজ্যের প্রশাসনিক প্রধানের দানের তালিকা। এরপর তিনি ওয়ারাঙ্গলে ভদ্রকালীর মন্দিরে সোনার মুকুট দান করবেন, বিজয়ওয়াদাতে কনক দুর্গার মন্দিরে নাকের নাকছাপি এবং ত্রিশূরে পদ্মাবতীর মন্দিরে দানের পরিকল্পনা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই দানের সমস্ত অর্থ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি থেকে এসেছে। এখানে জনসাধারণের টাকা ব্যবহার করা হয়নি। তবে জানা গিয়েছে, এই অর্থ সেই তহবিল থেকে নেওয়া হয়েছে, যেটা রাজ্যের বিভিন্ন মন্দির সংস্কারের জন্যে তৈরি হয়েছে।Telangana CM K Chandrasekhara Rao to offer 'bangaru meesalu' (gold moustache) costing around Rs 75,000 at Kuravi Veerabhadra Swamy Temple. pic.twitter.com/20PXfxffde
— ANI (@ANI_news) February 24, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement