এক্সপ্লোর
Advertisement
এবার উত্তরপ্রদেশ, মিলল না অ্যাম্বুলেন্স, মরা বাচ্চা কোলে সারারাত হাসপাতালের বাইরে মা
মেরঠ: কালাহান্ডি, বালেশ্বরের ঘটনা নিয়ে এত চাঞ্চল্যের পরও উদয় হল না মানবিকতা। গ্রামে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে রাজি নয় চালক। গেলেও দিতে হবে বেশি টাকা। তাই মৃত শিশুর দেহ নিয়ে হাসপাতালের বাইরেই বসে রইল মা। ঘটনাস্থল উত্তপ্রদেশ।
সূত্রের খবর, ওই যুবতীর নাম ইমরানা। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর দুবছরের শিশুকন্যার। এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ওই যুবতী অ্যাম্বুলেন্সে করে তাঁর শিশুকন্যার দেহ বাড়ি নিয়ে যেতে চান। প্রায় ৫০ কিলোমিটার যাওয়ার জন্য দেড় হাজার টাকা দাবি করে গাড়ি-চালক। কিন্তু অত টাকা ছিলই না ওই যুবতীর কাছে। ১০৮ নম্বর হেল্পলাইনে ফোনও করেছিলেন ইমরানা, জানিয়েছেন তিনি।
একদিকে সন্তান হারানোর দুঃখ, অন্যদিকে আর্থিক দুরাবস্থার জন্য দুর্ভোগ-দুই নিয়ে মৃত সন্তানের দেহ আগলে সারারাত হাসপাতালের বাইরে রাস্তায় বসে রইলেন ইমরানা। মিলে গেল উত্তরপ্রদেশের ইমরানার সঙ্গে কালাহান্ডির দানা মাঝির গল্পটা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পাওয়ায় স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার রাস্তা হেঁটেই পাড়ি দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর ১২ বছরের মেয়েও। উত্তরপ্রদেশের ঘটনায় আরও একবার নগ্ন হল সমাজের সেই ছবিটাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement