(Source: ECI/ABP News/ABP Majha)
ফের নিয়ন্ত্রণরেখার ওপারে গজিয়ে উঠেছে প্রচুর জঙ্গি-শিবির: শীর্ষ সেনা কম্যান্ডার
উধমপুর (জম্মু ও কাশ্মীর): সার্জিক্যাল স্ট্রাইকের এক বছরের মধ্যে ফের নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি-শিবিরের সংখ্যা বেড়ে গিয়েছে বলে জানালেন এক শীর্ষ সেনা কম্যান্ডার।
বৃহস্পতিবার, নর্দার্ন সেনা কম্যান্ডের প্রধান (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু জানান, কত জঙ্গি রয়েছে তার প্রকৃত সংখ্যা হয়ত বলা সম্ভব নয়।
তবে, প্রায় ৪৭৫ জঙ্গি ভারতে অনুপ্রবেশ করার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে, প্রায় ২৫০ জন রয়েছে উত্তর কাশ্মীরে এবং আরও ২২৫ জন রয়েছে জম্মুর পির পঞ্জাল অঞ্চলে।
আনবু যোগ করেন, চলতি বছরে নিয়ন্ত্রণরেখা দিয়ে প্রচুর পরিমাণে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এখনও পর্যন্ত ১৪৪ জঙ্গি খতম হয়েছে। তবে, নিয়ন্ত্রণরেখায় কঠোর নজরদারি থাকার ফলে, অধিকাংশ চেষ্টাই ব্যর্থ হয়েছে।
পাশাপাশি, উপত্যকায় বেশ কয়েকজন জঙ্গি নেতার নিকেশ এবং বিচ্ছিন্নতাবাদীদের ওপর এনআইএ অভিযানের ফলে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও মনে করেন তিনি।
কিন্তু, গত বছর সার্জিক্যাল স্ট্রাইকের পর অনুপ্রবেশের গতি কমেনি। এর বিহিত কী? সেনা কম্যান্ডারের মতে, জবাব একটাই, ফের সার্জিক্যাল স্ট্রাইক। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে এটা প্রমাণ করা সম্ভব হয়েছে যে, নিয়ন্ত্রণরেখা পার করতে পারবে না ভারত, এটা আর খাটবে না। আমরা চাইলে ফের তা লঙ্ঘন করতে পারি।