এক্সপ্লোর
২২ জন ভারতীয়কে নিয়ে অপহৃত তেলের ট্যাঙ্কার মুক্তি দিল জলদস্যুরা

নয়াদিল্লি: ১ তারিখ ২২ জন ভারতীয়কে নিয়ে পশ্চিম আফ্রিকা থেকে নিখোঁজ তেলের ট্যাঙ্কারটির হদিশ মিলেছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন এ কথা। বেনিন উপকূল থেকে ওই উধাও হয়ে যায় ভারতের ওই ট্যাঙ্কার। জলদস্যুরা অপহরণ করে সেটি। ৪ দিন পর সব ক্রুদের মুক্তি দিয়েছে তারা, জাহাজটিও যাত্রা শুরু করেছে। সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন, মেরিন এক্সপ্রেস নামে ওই বাণিজ্যিক জাহাজকে দস্যুরা ছেড়ে দিয়েছে। সাহায্যের জন্য নাইজিরিয়া ও বেনিন সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি। [embed]https://twitter.com/SushmaSwaraj/status/960745926468907009[/embed] [embed]https://twitter.com/SushmaSwaraj/status/960746256183083008[/embed] উধাও ট্যাঙ্কারটির সন্ধান পেতে গতকাল সুষমা কথা বলেন নাইজিরীয় বিদেশমন্ত্রীর সঙ্গে। আবুজার ভারতীয় দূতাবাস নাইজিরিয়া ও বেনিন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। তবে জাহাজটির উদ্ধারের জন্য কোনও মুক্তিপণ দিতে হয়েছে কিনা এখনও পরিষ্কার নয়। বেনিনের গালফ অফ গিনির কোটোনু থেকে ১ তারিখ মেরিন এক্সপ্রেস অপহরণ করে জলদস্যুরা। যোগাযোগের সব ব্যবস্থা তারা বন্ধ করে দেয়। জাহাজটিতে সাড়ে তেরোহাজার টন গ্যাসোলিন ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















