এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্কে নোট বদলের লাইনে আচমকা দেখা, ‘প্রতারক’ প্রেমিককে মার খাওয়াল প্রেমিকা!
মুম্বই: এমনও হয়! নাসিকে ব্যাঙ্কের বাইরে নোট বদলানোর লাইনে যে হঠাত্ দেখা হয়ে যাবে, দুজনের কেউই ভাবেননি। প্রেমিককে ঠিক ভিড়ের মধ্যে চিনে ফেললেন প্রেমিকা। আর তারপর? অনেকদিন বাদে দেখা হওয়ার ছিটেফোঁটা উচ্ছ্বাস, আবেগও দেখা গেল না, উল্টে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগে প্রেমিককে মার খাওয়ালেন প্রেমিকা।
গত সোমবার ৩৫ বছরের লোকটি দাঁড়িয়েছিলেন ত্রিম্বক রোডের ওপর ব্যাঙ্কের লাইনে। আচমকা তিনি নজরে পড়ে যান ২৩ বছরের মেয়েটির, ঘটনাচক্রে যিনি তাঁর এককালের প্রেমিকা। মেয়েটির দাবি, চার বছর আগে সম্পর্ক ভেঙে বেরিয়ে যান প্রেমিক। প্রাক্তন বয়ফ্রেন্ড তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলে পুলিশকে জানান তিনি। লাইন থেকেই ফোন করে ডাকিয়ে আনেন বাবা-ভাইকে। তাঁরা এসে লোকটিকে জনসমক্ষে হেনস্থা, চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ। প্রেমিকার বক্তব্যের ভিত্তিতে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সাতপুর থানার এক পুলিশ অফিসার বলেছেন, অভিযুক্ত বয়ফ্রেন্ডকে থানায় নিয়ে এসে জেরা করা হয়। লোকটির শরীরে চোট-আঘাত ছিল, তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় ধর্তব্যযোগ্য নয়, এমন মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
ক্রিকেট
Advertisement