এক্সপ্লোর
Advertisement
হীরক রাজার দেশ! শহর পরিচ্ছন্ন করতে গৃহহীনকে ইন্দোরের বাইরে ফেলে দিলেন পুরকর্মীরা
মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ভিডিওয় দেখা যাওয়া পুরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইন্দোর: গত ৪ বছর ধরে দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেয়ে চলেছে ইন্দোর। কিন্তু ভিডিওয় এবার ধরা পড়ল, এক শ্রেণির পুরকর্মী বৃদ্ধ গৃহহীন মানুষদের ট্রাকে চড়িয়ে শহরের বাইরে ফেলে দিয়ে আসার চেষ্টা করছেন। জানাজানি হওয়ার পর প্রশাসন ২ পুর আধিকারিককে বরখাস্ত করেছে, ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে।
হীরক রাজার দেশে-তে একটি দৃশ্য ছিল, বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে বাইরের অতিথিদের কাছে সব কিছু সুন্দর, ফিটফাট দেখাতে হবে। তাই যত রাজ্যের ভিখারি, গরিবগুর্বোদের শহরের বাইরে মাঠের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে এল রক্ষীরা। ইন্দোরের এই ভিডিওতেও দেখা গেল একই দৃশ্য। শহর পরিচ্ছন্ন করতে রাস্তায় থাকা ভবঘুরেদের ট্রাকে করে শহরের বাইরে হাইওয়ের ধারে ফেলে দেওয়ার চেষ্টা করছেন ইন্দোরের পুরকর্মীরা। সম্ভবত শহরের নানা জায়গা থেকে ধরে আনা হয় তাঁদের। কিন্তু ক্ষিপ্রা এলাকার গ্রামের মানুষ তা টের পাওয়ায় এভাবে অসহায় মানুষগুলোকে শীতের মধ্যে শহর থেকে দূর করে দেওয়ায় প্রবল আপত্তি জানান। ফলে পুরকর্মীরা বাধ্য হন তাঁদের ইন্দোর ফিরিয়ে নিয়ে যেতে। ঘটনার ভিডিও সম্ভবত স্থানীয় বাসিন্দারাই তুলেছেন, সেগুলি অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, ইন্দোরের পুরকর্মীরা ট্রাক থেকে রাস্তার ধারে তাঁদের জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন ঘটনাস্থলে, প্রবল প্রতিবাদ করছেন তাঁরা।
দেখুন সেই ভিডিও
In India's cleanest city team of Indore Municipal Corporation dumped aged destitutes on outskirts, later when villagers opposed lugged them back on truck, 2 officials suspended one transferred @ndtv @soniandtv @Suparna_Singh @manishndtv @vinodkapri @rohini_sgh @GargiRawat pic.twitter.com/mLAWc0Pdcd
— Anurag Dwary (@Anurag_Dwary) January 29, 2021
ইন্দোর পুরসভার অ্যাডিশনাল কমিশনার অভয় রজনগাঁওকরের অবশ্য দাবি, পুরকর্মীরা ওই গৃহহীনদের নাইট শেল্টারে নিয়ে যাচ্ছিলেন। শহরের বাইরে তাঁদের ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনার তীব্র সমালোচনা করে কংগ্রেস বলেছে, শহর পরিষ্কারের নামে গৃহহারা, বৃদ্ধ মানুষদের এই ঠান্ডায় শহরের বাইরে ফেলে আসার চেষ্টা করছে ইন্দোর পুরসভা। এটাই বিজেপির নীতি, এভাবেই ওরা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, যশবন্ত সিনহার মত বয়স্ক নেতাদের ছুঁড়ে ফেলে দিয়েছে।
পরিস্থিতি দেখে সক্রিয় হয়েছে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ভিডিওয় দেখা যাওয়া পুরকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরসভা স্থানীয় একটি নাইট শেল্টারের দুই চুক্তিভিত্তিক কর্মীকে বরখাস্ত করেছে, সাসপেন্ড করা হয়েছে ডেপুটি কমিশনার প্রতাপ সোলাঙ্কিকে। মুখ্যমন্ত্রী বলেছেন, বয়স্কদের প্রতি অমানবিক ব্যবহার কোনওমতেই বরদাস্ত করা হবে না। এটাই আমাদের সংস্কৃতি এবং মানব ধর্ম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement