এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর মা সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযোগ দায়ের বিজেপি যুব মোর্চা নেতার, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
প্রোফাইলটি ব্লক করে দেওয়া হয়েছে এবং আমরা অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছি বলে জানান এক পুলিশকর্তা।

মুম্বই: নরেন্দ্র মোদির মা হিরাবা মোদিকে নিয়ে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের জন্য অন্ধেরি থানায় অভিযোগ দায়ের বিজেপির যুব শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)-র স্থানীয় শাখার সাধারণ সম্পাদক নিতেশ তেওয়ারির। তাঁর অভিযোগনামা উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, জনৈক অনিল ভাওসিকর নিজের চালানো ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর বৃদ্ধ মা-কে নিয়ে অশালীন কথা লিখেছেন। তাঁকে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করা হয়েছে। তবে ফেসবুক প্রোফাইল ভুয়ো, সেটি উত্তরপ্রদেশের কোনও একটি জায়গা থেকে চালানো হয় বলে মনে করছেন পুলিশের শীর্ষকর্তারা। এ নিয়ে তদন্ত চলছে। প্রোফাইলটি ব্লক করে দেওয়া হয়েছে এবং আমরা অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছি বলে জানান এক পুলিশকর্তা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















