এক্সপ্লোর
Advertisement
২০১৯-এ মোদীকে টক্কর দিয়ে বিজেপিকে হারাতে পারেন একমাত্র রাহুল, দাবি সচিন পাইলটের
নয়াদিল্লি: ২০১৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর দিয়ে বিজেপিকে হারাতে পারেন একমাত্র রাহুল গাঁধীই। বললেন সচিন পাইলট। রাজস্থান কংগ্রেস শাখার সভাপতির অভিমত, বিজেপি প্রশ্নের জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু রাহুল তাদের দায় নিতে বাধ্য করছেন। আজ সনিয়া গাঁধীও রাহুলই এখন তাঁর বস বলে জানিয়ে তাঁর নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করার কাজে সামিল হতে ডাক দিয়েছেন দলীয় সাংসদদের।
আর সচিন বলেছেন, রাহুল লাগাতার বিজেপি নেতৃত্বকে তাদের ভুল, ব্যর্থতার ইস্যুতে আক্রমণ করছেন। এতে বিরোধী শিবির ভরসা পাচ্ছে, তাদের মনোবল বাড়ছে। রাহুল মোদীকে চ্যালেঞ্জ করতে চলেছেন, বিজেপিকে ২০১৯-এ কড়া চ্যালেঞ্জ জানাতে পারবেন একমাত্র তিনিই। যেভাবে কংগ্রেস সভাপতি গলদগুলি তুলে ধরে আক্রমণাত্মক ঢঙে বিজেপিকে নিশানা করছেন, তাতে বহু বিজেপি-বিরোধী শক্তি আকৃষ্ট হচ্ছে, বিরোধী শিবির জোট বাঁধছে।
সচিনের দাবি, রাহুল তাদের প্রতিশ্রুতিগুলির উল্লেখ করে প্রশ্নবানে বিঁধছেন, বিজেপি তাতে নার্ভাস বোধ করছে। সচিন বলেন, পরামর্শ, জ্ঞান দেওয়া সহজ, কিন্তু অতীতের পারফরম্যান্স, প্রতিশ্রুতির ব্যাপারে তথ্য পরিসংখ্যান দেখিয়ে প্রশ্ন করা হলে বিজেপি অস্বস্তিতে পড়ে। ঠিক সেটাই করতে পেরেছেন রাহুল।
২০১৯-এ এনডিএ বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ায় রাহুলই যোগ্যতম কিনা, প্রশ্ন করা হলে সচিন বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, জাতীয় স্তরে বিজেপিকে যে একমাত্র দল চ্যালেঞ্জ করতে পারে, তারা কংগ্রেস। রাহুল গাঁধীর নেতৃত্বে লোকসভা ভোট যখনই হোক, বিজেপির মোকাবিলায় পুরোপুরি তৈরি কংগ্রেস। সঠিক সময় এলেই সব বিজেপি-বিরোধী শক্তি হাত মেলাবে।
সম্প্রতি রাজস্থানের উপনির্বাচনে কংগ্রেস জিতেছে। এতে বিজেপি দুশ্চিন্তায় পড়েছে বলে জানিয়ে সচিন দাবি করেন, আমি নিশ্চিত, দু মাস পর কর্নাটকের ভোটেও আমরা জিতব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement