এক্সপ্লোর
Advertisement
বিজেপিকে ভোটে হারাতে হলে বিরোধীদের একজনই প্রার্থী দিতে হবে, বললেন শৌরী
মু্ম্বই: বিজেপিকে ভোটে হারাতে হলে একের বিরুদ্ধে এক, অর্থাত্ বিরোধীদের জোট বেঁধে একজন প্রার্থীই দিতে হবে। বলবেন অরুণ শৌরী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বেশ কয়েক বছর ধরেই দলের বেশ কিছু নীতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে চলা শৌরী এক আলোচনাসভায় বলেছেন, ইসলামি মৌলবাদের বেলায় যেমন কেউ শুধু প্রচার করে গেলে কোনও সমস্যা হয় না, সত্যিকারের সমস্যা হয় অস্ত্র হাতে তুলে এলাকা দখল করে নিলে। তাকে সামরিক উপায়েই পরাস্ত করতে হয়। তেমনই গণতন্ত্রে এমন শক্তিকে হারাতে হয় ভোটের রাস্তায়। বিরোধী নেতাদের একটাই শপথ নেওয়া উচিত, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একজনই প্রার্থী থাকবেন। তা থেকে বার্তা পেয়ে যাবে আরএসএস, অন্যরা।
দি অ্যাংগ্রি টাইড-রাইজ অব অ্যাগ্রেসিভ হিন্দুইজম শিরোনামে ওই আলোচনায় শৌরী এও বলেন, আমাদের মনে রাখা উচিত, যে কোনও গোষ্ঠীকেই তাতিয়ে দেওয়া যায়, শুধু ধূর্ত লোকেরাই ভয়াবহ কাজকর্ম করে না, সাধারণ লোকজনই করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement