এক্সপ্লোর
Advertisement
দাবি বিশ্ব রেকর্ড, গুজরাতের মন্দিরে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন সাড়ে তিন লাখের বেশি লোক
রাজকোট: উপলক্ষ্য দেবী খোডিয়ারের মূর্তি স্থাপন। সেখানে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন সাড়ে তিন লক্ষের বেশি লোক। গুজরাতের রাজকোট জেলার কাগভাড়ে শনিবার নতুন বিশ্ব রেকর্ড তৈরি হল বলে দাবি। সেখানে নবনির্মিত খোদাল ধাম মন্দিরে বসল ওই দেবীমূর্তি।
মন্দির ট্রাস্টের সদস্য হংসরাজ গাজেরা বলেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিদের সামনে এক সুরে জাতীয় সঙ্গীত গেয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ।
গাজেরা জানান, এর আগে ২০১৪ সালে বাংলাদেশে একসঙ্গে ২ লক্ষ ৫৪ হাজার ৫৩৭ জন মানুষ সে দেশের জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড গড়েছিলেন। আজ ভাঙল সেই রেকর্ড। আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে সার্টিফিকেট পেয়েছি, বলেছেন তিনি।
৪০ কিমি দীর্ঘ শোভাযাত্রা ও ১০০৮টি কুণ্ডের মহাযজ্ঞের আয়োজন করেও তাঁদের ট্রাস্ট নতুন লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলেছে বলে জানান গাজেরা।
৬০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ওই মন্দির। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ৫ দিনের মন্দির উন্মোচন উত্সবে ৫০ লাখের বেশি ভক্ত এসেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, সেখানকার লুভা পটেল সম্প্রদায়ের কাছে খুবই শ্রদ্ধেয় দেবী খোডিয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement