এক্সপ্লোর
দিল্লি: বছরের প্রথম তিনমাসে প্রতিদিন গড়ে পাঁচের বেশি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন, বলছে পরিসংখ্যান

নয়াদিল্লি: নির্ভয়া-কাণ্ডের পরও হুঁশ ফেরেনি দিল্লির। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম সাড়ে তিনমাসে প্রতিদিন গড়ে পাঁচের বেশি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। দিল্লি পুলিশের দাবি, গত বছর রাজধানীতে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৯৬.৬৩ শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত নির্যাতিতার পরিচিত ছিল।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ৫৭৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বছর একই সময় এই সংখ্যা ছিল ৫৬৩। ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও, কমেছে শ্লীলতাহানির সংখ্যা। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গতবছর প্রথম তিনমাসে ৯৪৪টি শ্লীলতাহানি ঘটে। চলতি বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৮৩।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















